অ্যাকসেসিবিলিটি লিংক

লক ডাউনের এখনো প্রয়জন রয়েছে/ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক


WHO 'র মহাপরিচালক শুক্রবার জানান, করোনা মহামারী দ্রুত হরে বাড়ছে এবং তা থামাতে লক ডাউনের এখনো প্রয়োজন রয়েছে I জিনিভায় সংবাদ সম্মেলনে মহাপরিচালক,ডাক্তার গেব্রেইসাস বলেন, আমরা নুতন এবং ভয়ংকর এক মহামারী প্রত্যক্ষ করছি I তিনি জানান, গত ডিসেম্বর মাসে শুরু হওয়াএই সংক্রমণে এই বৃহস্পতিবার, সারা বিশ্বে একদিনে ১,৫০,০০০ লোক সংক্রমিত হয়েছেন এবং তার বেশির ভাগ দক্ষিণ এশিয়া এবং মধ্যে প্রাচ্য এলাকায় I

জন হপকিংসের সমীক্ষা অনুযায়ী বিশ্বে এখন সর্বমোট মৃতের সংখ্যা চার লক্ষ ষাট হাজারের ওপরে এবং সংক্রমণের সংখ্যা ৮৭ লক্ষের ওপরে I

XS
SM
MD
LG