অ্যাকসেসিবিলিটি লিংক

উদ্দাম গতির ভাইরাস রুখতে এখনো প্রয়োজন লক ডাউনের


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গত সপ্তাহে বলেছেন, মহামারী এখনো দুর্বার গতিতে ছড়াচ্ছে ;এই গতি রুখতে আমাদের এখনো লক ডাউন পালন অত্যাবশকীয় I রবিবার, WHO একদিনে সর্ববৃহৎ সংক্রমণের কথা জানায়, ২৪ ঘন্টায় ১, ৮৩,০০০ I সংক্রমণের মিছিলে নেতৃত্ব দিচ্ছে ব্রাজিল, যেখানে একদিনে ৫৫,০০০সংক্রমণ ধরা পড়ে, আর যুক্তরাষ্ট্রে ৩৬,০০০ 'র মতো I
হার্ভার্ড হেলথ ইনস্টিটিউট'র ডাক্তার আশীষ ঝা বলেন, COVID-19কোনো তামাশা নয় I রবিবার তিনি CNN কে জানান, যারা সংক্রমণে অসুস্থ হয়েছেন এবং যারা টেস্ট করাতে পারেন নি, তাদের কাছে এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক I দুঃখজনকভাবে এই সংক্রমণ নিয়ে, তথা মানুষের জীবন নিয়ে তামাশা করা যায় না I

XS
SM
MD
LG