৬ বছর আগে পৃথিবীর বহু দেশ থেকে গভীর রাজনৈতিক সঙ্কট থেকে নুতন জীবনের সন্ধানে, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১০ লক্ষ ২০ হাজার অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে পালিয়ে গিয়েছিলেনI
তাই আবারও প্রশ্ন জেগেছে, লক্ষ লক্ষ আফগান জনগণ যখন তালিবানের শাসন থেকে মুক্তি পেতে পালিয়ে যাচ্ছেন, তখন এই মহাদেশ কি আবারও নতুন কোনো শরণার্থী সঙ্কটের মুখে ?
বহু ইউরোপীয় দেশের নেতারা, সাম্প্রতিক দিনগুলিতে এ ধরণের আশংকা ব্যক্ত করেছেনI ১৬ই আগস্ট ফ্রান্সেরপ্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ এক টেলিভিশন ভাষণে বলেন, " পলায়নরত আফগান জনগণের সহায়তায় প্রয়োজন সংঘবদ্ধ এবং স্বচ্ছ আন্তর্জাতিক উদ্যোগ"I তিনি বলেন, ইউরোপ একা এই সঙ্কটের বোঝা বইতে পারে নাI
জার্মানিতে ক্ষমতাসীন খ্রীষ্টান ডেমোক্র্যাটস দলের মহাসচিব জানান, " আমরা স্পষ্ট করে দিতে চাই যে, আমাদের জন্য ২০১৫ সালের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, জার্মানিতে আফগানিস্তানের শরণার্থী সঙ্কটের বোঝা আমরা সমাধানকরতে পারবো না"I