দ্বিতীয়বারের মত উইম্বল্ডন শিরোপা জিতলেন বৃটেনের অ্যান্ডি মারে। সবুজ ঘাসের ঐতিহাসিক কোর্টে স্কটিশ এই খেলোয়াড় পরাজিত করলেন ক্যানাডার মিলোস রাওনিককে। ২৯ বছর বয়ষ্ক বৃটেনের অ্যান্ডি মারে ৬-৪, ৭-৬, ৭-৬ গেমে প্রতিপক্ষকে হারিয়ে দেন। শনিবার মেয়েদের ফাইনালে সেরেনা উইলিয়ামস ৭ম বারের মত উইম্বল্ডন জেতেন।
উইম্বল্ডন শিরোপা জিতলেন বৃটেনের অ্যান্ডি মারে
