যুক্তরাষ্ট্রে বাংলাভাষার চর্চায়, বাংলা সংস্কৃতির অনুশীলনে অনেক সংগঠন কাজ করছে। এরকম বেশ কিছু সংগঠন পরিচালনা করছেন প্রাগ্রসর চিন্তার বেশ কজন বাঙালি নারী। আর দূর এ প্রবাসে নারী নেতৃত্বে বাংলা সাংস্কৃতি চর্চ্চার বিষয়টি লক্ষ্য করবার মত। শাহাদাৎ হোসেন সবুজ কথা বলেছেন বাংলা ভাষা, সংস্কৃতির চর্চায় যুক্তরাষ্ট্রে কাজ করছেন এমন কয়েকজন সংগঠক সেলিমা আশরাফ, সূবর্ণা খান ,ফরিদা ইয়াসমীন এর সাথে।