৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলেও আমেরিকাসহ আরও অন্যান্য দেশে মার্চ মাস জুড়েই পালিত হয় ‘উইম্যান হিষ্ট্রি মান্থ’ । সারা বিশ্বময় নারীরা প্রায় সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করলেও এখনও অনেক ক্ষেত্রে নানা ভাবে বৈষম্যের শিকার হচ্ছে---লাঞ্জিত হচ্ছে নানা ভাবে।
সমাজের নানা ক্ষেত্রে নানা পেশায় নারীদের অবস্থান এবং তাদের কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহিরা কিবরিয়া কথা বলেছেন চারজন পেশাজীবী বাঙ্গালী আমেরিকান মাহিলা, মনোবিজ্ঞানী ইন্দ্রাণী মুখার্জী, বিপার প্রতিষ্ঠাতা সংগঠক এনি ফরহাদ, রেজিষ্ট্রার্ড নার্স সুপ্রিয়া চৌধুরী এবং ফেয়ার ফ্যাক্স কাউন্টি স্কুল সিস্টেমের শিক্ষয়িত্রী মোনিকা হাসানের সাথে।
মন্তব্যগুলো দেখুন
আপনার কি আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগ ইন
আপনি রেজিস্টার্ড নন? স্বাক্ষর করুন
আরও মন্তব্য লোড় করুন