অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কন্ঠ: সমাজবিজ্ঞানী ড. পারমিতা সান্যালের সঙ্গে কথোপকথন


শাগুফতা নাসরিন কুইন

আজ নারী কন্ঠ অনুষ্ঠান আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ড. পারমিতা সান্যালের সঙ্গে।

Dr. Paromita Sanyal
Dr. Paromita Sanyal

​ড. সান্যাল ফ্লরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে অ্যাসোশিয়েট প্রফেসর। তিনি নারীর উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ, নারীর ক্ষমতায়ণ, দারিদ্রমোচন, অসমতা ও সামাজিক ন্যায়বিচার ইত্যাদি বিষয়ে পড়ান ও গবেষণা করেন।

আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন।

please wait

No media source currently available

0:00 0:15:14 0:00

ড. পারমিতা সান্যাল একজন সমাজ বিজ্ঞানী। তিনি ভারতে তৃণমূল পর্যায়ে মহিলাদের যে ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা আছে যে বিষয় কাজ করেছেন। যে মহিলারা স্বনির্ভর দলে অংশ নিয়েছেন, গ্রাম সভায় তাদের প্রভাব ও ভূমিকা ইত্যাদি বিষয়ে তিনি গবেষণা করেছেন।

Self-Help Groups (i.e. small-scale lending and savings groups or microcredit groups) in villages in Bihar, India taken during a field visit. They are seen conducting their weekly meeting and collecting savings and repayments.
Self-Help Groups (i.e. small-scale lending and savings groups or microcredit groups) in villages in Bihar, India taken during a field visit. They are seen conducting their weekly meeting and collecting savings and repayments.

ড. সান্যাল বলেন নারীরা যে সংগঠিত হয়েছে এবং একটা সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলেছে তাতে তাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়েছে।

ক্ষুদ্র ঋণ ব্যবস্থার ফলে Women’s empowerment বা নারীর ক্ষমতায়ণে, গত দুদশকে ভারত উপমহাদেশের বিভিন্ন দেশে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে তিনি মনে করেন।

ড. পারমিতা সান্যাল বলেন Poverty alleviation বা দারিদ্রমোচনের লক্ষ্যে ভারতে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে যা তৃণমূল পর্যায়ে সহায়ক হয়েছে।

সমাজবিজ্ঞানী ড. পারমিতা সান্যাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। তিনি এর আগে কর্নেল বিশ্ববিদ্যালয় এবং ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।

XS
SM
MD
LG