অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কন্ঠ: সমাজবিজ্ঞানী প্রফেসার ড: বন্দনা পুরকায়স্তের সঙ্গে কথোপকথন


Dr. Bandana Purkayastha
Dr. Bandana Purkayastha

শাগুফতা নাসরিন কুইন

আজকের নারী কন্ঠ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ড: বন্দনা পুরকায়স্তের সঙ্গে।

ড: বন্দনা পুরকায়স্ত কানেটিকাট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান এবং সমাজবিজ্ঞান ও এশিয়ান আমেরিকান স্টাডিস বিভাগের প্রফেসার।

আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন।

please wait

No media source currently available

0:00 0:17:03 0:00

ড: পুরকায়স্ত দীর্ঘদিন ধরে সমাজবিজ্ঞান বিষয়ে পড়াচ্ছেন, গবেষণা করছেন। এছাড়াও তিনি এশিয়ান আমেরিকান স্টাডিস বিষয়েও পড়ান এবং এ নিয়ে কাজ করেন। সমাজবিজ্ঞান বিষয়ে পড়তে এবং তা নিয়ে কাজ করার ব্যাপারে কেন আগ্রহী হন সে বিষয়ে তাকে প্রশ্ন করি।

Dr. Bandana PurkayasthaDr. BanDr. Bandana Purkayastha speaking at Council for Social Development (CSD) in Hyderabad
Dr. Bandana PurkayasthaDr. BanDr. Bandana Purkayastha speaking at Council for Social Development (CSD) in Hyderabad

তিনি যে সব বিষয়ে গবেষণা করেন এবং পড়ান তার মধ্যে বিশেষ ভাবে উল্লেখ করতে হয় মানবাধিকার এবং মানব নিরাপত্তা, Migration এবং Transnationalism, সহিংসতা ও শান্তি, এবং জল ও অসমতা ও অধিকার। দক্ষিণ এশিয়ায় মানবাধিকার এবং মানব নিরাপত্তার প্রেক্ষিতে, নারীদের অবস্থান সম্পর্কে তিনি বক্তব্য রাখেন।

Dr. Bandana Purkayastha Receives 2016 American Sociological Association Contribution to the Field Award.
Dr. Bandana Purkayastha Receives 2016 American Sociological Association Contribution to the Field Award.

Global Religion Research Initiative বিষয়েও তিনি গবেষণা করেন। Migration এবং Transnationalism, নারীর ক্ষমতায়ণ এবং উন্নয়ন ইত্যাদি বিষয় সম্পর্কেও ড: পুরকায়স্ত বিস্তারিত বলেন।

XS
SM
MD
LG