শাগুফতা নাসরিন কুইন
আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব রিজওয়ানা কবীর সুলিয়ার্ডের সঙ্গে। ৭০এর দশকে “রিজওয়ানা কবীর” বাংলাদেশে — বেতার এবং টেলিভিশনের জনপ্রিয় এবং সুপরিচিত একটি নাম। তিনি টেলিভিশনে ইংরেজীতে খবর পড়তেন। বেতারে World Music অনুষ্ঠান করতেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে একজন Professional tennis coach.
আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন।
রিজওয়ানা কবীর সুলিয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া রাজ্যের একটি প্রাইভেট স্কুল Harrisburg Academyতে টেনিস বিভাগের পরিচালক এবং West Shore Country Club এর প্রধান Professional tennis coach.
টেনিস খেলাকে তিনি কেন পেশা হিসেবে বেছে নিয়েছেন সে সম্পর্কে তাঁকে প্রশ্ন করি। তিনি বলেন একবার টেনিস খেলা শুরু করার পর তাঁর ওই খেলা আসম্ভব ভাল লেগে যায়।
টেনিস খেলা শেখানোর জন্য রিজওয়ানার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে।
৭০এর দশকে “রিজওয়ানা কবীর” বাংলাদেশে — বেতার এবং টেলিভিশনে অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় একটি নাম ছিল। তিনি টেলিভিশনে ইংরেজীতে খবর পড়তেন। সে সময় অন্যান্য যারা ইংরেজীতে ঢাকা টেলিভিশনে খবর পড়তেন তাদের মধ্যে ছিলেন শামীম আহমেদ, নাফিস ইমতিয়াজুদ্দিন, আয়শা জায়গিরদার, উর্মী রাহমান প্রমুখ।
রিজওয়ানা কবীর বেতারে World Music অনুষ্ঠান করতেন। সে সময় অন্যান্য যারা নিয়মিত ভাবে ওই অনুষ্ঠান করতেন তারা হচ্ছেন ইমরান আহমেদ, ওয়াজির সাত্তার, মিতা চৌধুরী এবং রিজওয়ানার সহোদর জায়েদ কবীর।
রিজওয়ানা কবীর সুলিয়ার্ড একজন বাঙ্গালী -- বাংলাদেশী আমেরিকান। তাঁর একটা বড় স্বপ্ন হচ্ছে বাংলাদেশে কিশোর কিশোরী, তরুন তরুনীদের টেনিস খেলায় উৎসাহিত করা, অনুপ্রাণিত করা -- এবং তাদের সাহায্য করা।