অ্যাকসেসিবিলিটি লিংক

পরিসংখ্যান বলছে করনাকালে হেল্পলাইনগুলো পেয়েছে রেকর্ড সংখ্যক কল


২৫শে নভেম্বর ছিল আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য 'অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড: ফান্ড, রেসপন্ড, প্রিভেন্ট, কালেক্ট।’ পরিসংখ্যান বলছে করনাকালে হেল্পলাইনগুলো পেয়েছে রেকর্ড সংখ্যক কল। যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশিয়ার নারীদের সহায়তা করছে মৈত্রী। জাকিয়া আফরিনের মতে, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পায়নি বরং সচেতনতা বৃদ্ধির ফলে সহিংসতার মাত্রা কমেছে। অভিবাসন ও পারিবারিক বিষয়ক আইনজীবী জুবেইদা ইকবাল বলেন করোনার সময় সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নিয়ন্ত্রণ করার প্রবণতা থেকে এ ধরণের পারিবারিক সমস্যার সৃষ্টি হচ্ছে। নারীকণ্ঠের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশিয়ার নারীদের বিবিধ সমস্যার কথা বলেছেন অতিথিরা এবং পরামর্শ দিয়েছেন।

পরিসংখ্যান বলছে করনাকালে হেল্পলাইনগুলো পেয়েছে রেকর্ড সংখ্যক কল
please wait

No media source currently available

0:00 0:29:22 0:00

XS
SM
MD
LG