অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বকাপ ক্রিকেট শুরু


অস্ট্রেলিয়া আর নিউজিল্যাণ্ডের মাঠে অপূর্ব আতসবাজির মেলা আর নাচগানে মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে শুরু হলো ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট।

প্রথম হারজিতের খেলা স্বাগতিক নিউজিল্যাণ্ড আর শ্রীলংকার মধ্যে; ক্রাইস্টচার্চে।

নিউজিল্যাণ্ডের অধিনায়ক ব্রেনডন ম্যাককুলাম, রস টেলার, ড্যানিয়েল ভেটোরি, ওদিকে শ্রীলংকার তুখোড় ক্রিকেটার লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, তিলাকরত্নে দিলশান, এবং অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস, সবার দিকেই দৃষ্টি রাখছেন দর্শকভক্তরা।

বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে ১৭ তারিখে।

ভারত তথা বিশ্ব ক্রিকেটের অনবদ্য তারকা শচীন তেন্দুলকার বলেছেন ভারতই শিরোপা জয় করে ঘরে ফিরবে। গতবারের চ্যাম্পিয়ান ভারত প্রথম ম্যাচে ব্যাট করতে নামবে দক্ষিণ এশিয়ায় তার জোর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে। ক্রিকেটার ভিরাট কোহলী, ভুবনেশ্বর কুমার ব্যাটে বলে সাড়া জাগাবে বলেই মনে হয়।

স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম খেলা ইংল্যাণ্ডের সঙ্গে। মেলবোর্ণে। ৪বারের বিশ্বকাপ ক্রিকেট জয়ী অস্ট্রেলিয়া পাঁচবারের শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। বিশ্বকাপ নিয়ে আলোচনা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক দিলু খোন্দকারের সঙ্গে। আমাদের স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলছেন রোকেয়া হায়দার:

please wait

No media source currently available

0:00 0:04:14 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG