অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত 


বিশ্ব খাদ্য কর্মসূচিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার পর, সংস্থাটির প্রধান বিশ্বের প্রতি আসন্ন দুর্ভিক্ষ প্রতিহত করতে উদাত্ত আবেদন জানিয়েছেনI ইয়েমেনের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে বলা হয়েছেI নির্বাহী পরিচালক, ডেভিড বিজলি তাঁর পুরস্কার প্রাপ্তি ভাষণে বলেন, দুর্ভিক্ষ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের দোরগড়ায়, আপনাদের তা জানানো হবে আমার এক মহৎ কর্তব্যI

ইয়েমেনের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক, অর্থাৎ ১কোটি ৬০ লক্ষের অধিক জনগণের ২০২১ সালের মাঝামাঝি চরম খাদ্য ঘাটতির মুখে পরার সম্ভাবনা রয়েছে, যা এক অতীব উদ্বেগের বিষয়I

৫ বছর ব্যাপী সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আবেদ মানসুর হাদি ও ইরান সমর্থিত হৌথিদের দ্বন্দ্ব-লড়াই, মধ্য-প্রাচ্যের এই দরিদ্র দেশটিকে সর্বোচ্চ দারিদ্র সীমায় নিয়ে গেছেI

XS
SM
MD
LG