অ্যাকসেসিবিলিটি লিংক

সংবাদ স্বাধীনতা আগে এমন হুমকির মুখে আর কখনো পড়েনি- বলেছে,রিপোর্টার্স উইদাউট বর্ডার্স


সংবাদ মাধ্যমের স্বাধীনতা এর আগে এমন হুমকির মুখে আর কখনো পড়েনি- বলেছে,রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আজ বুধবার প্রকাশিত তাঁদের বাৎসরিক সংবাদ স্বাধীনতা সূচকে।

সংবাদ মাধ্যমের অধিকার নিয়ে মতাদর্শি সংগ্রামে প্রবৃত্ত এ গোষ্ঠি জানাচ্ছে-বিশেষ করে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বলে পরিচিত দেশগুলোতে বিগত বছরটিতে সংবাদ স্বাধীনতার মাত্রা হ্রাস পেয়েছে।

বিতৃষ্ণাকর সব বিবৃতি-বয়ান,কঠোর-নির্মম আইন কানুন,স্বার্থের সংঘাত,এমনকি দৈহিক সহিংসতা দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বলে চিহ্নিত সরকারেরা ঐ স্বাধীনতাকে পদদলিত করছে।

রিপোর্টে বলা হয়- পোল্যান্ড,হাঙ্গেরী এবং তুরস্কের মতো দেশগুলোতে যেখানে কিনা স্বৈরশাসন-আদর্শের জয় জয়কার, সেসব স্থানে ঐ সংবাদ স্বাধীনতা হ্রাস সবচেয়ে প্রকট রুপে পরিদৃষ্ট হচ্ছে।

গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দেশগুলোয় এই যে হারে এ স্বাধীনতা হ্রাস পাচ্ছে, যাঁরা বোঝেন, তাঁরা উদ্বিগ্ন হয়ে অনুধাবন করছেন ঠিকই যে, সংবাদ মাধ্যমের স্বাধীনতাই যদি সুরক্ষিত না হয় তাহলে অন্য আর কোনো অধিকারেরই নিশ্চয়তা বিধান সম্ভব নয়- বলেছেন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF-এর মহা সচিব ক্রীসটোফে ডেলোইর।

রিপোটার্স উইথাউট বর্ডার্সের বিশ্ব গণমাধ্যম সূচক ২০১৭ ‘তে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG