অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের তাপমাত্রা ১০বছরে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে


বিশ্বের জন্য আরও দুঃসংবাদ যে, বিশ্ব আবহাওয়া দপ্তর জানিয়েছে পৃথিবীর উষ্ণ তাপমাত্রা এভাবে বজায় থাকলে আগামী ১০ বছরে বিশ্ব তাপমাত্রা আরো ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবেI বিশ্বের তাপমাত্রা বিগত ৫ বছরে অব্যাহত হারে বৃদ্ধি পেয়েছে, যা পৃথিবীর আবহাওয়াতে পরিবর্তন এনেছে ব্যাপকভাবে এবং বর্তমান করোনা মহামারীর সংমিশ্রনে তা পৃথিবীর আর্থ-সামাজিক পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবেI

WHO 'র বিশেষজ্ঞেরা জানান, করোনা সঙ্কটের কারণে মিল-ফ্যাক্টরি,শিল্প-কারখানা,যানবাহন বন্ধ থাকায় গ্রীন হাউস গ্যাস নিঃসরণ ৬ শতাংশ হ্রাস পেয়েছে ঠিকই ;তবে পরিস্থিতি স্বাভাবিক হলে অতি উৎপাদন, অতিরিক্ত যান-বাহনের চলাচলের জন্য সেই হার হটাৎ করেই বৃদ্ধি পাবেI

XS
SM
MD
LG