গত ২৫ এপ্রিল ঢাকায় দুর্বৃত্তদের হাতে নিহত ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জুলহাজ মান্নানের ভাই মিনহাজ মান্নান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চিঠিটি প্রেসিডেন্ট ওবামা ৫ মে স্বাক্ষর করেছেন এবং বৃহস্পতিবার ওই চিঠিটি তার হাতে হস্তান্তর করেন ঢাকায় ইউএসএআইডি মিশন প্রধান। প্রেসিডেন্ট ওবামা চিঠিতে বলেন, জুলহাজের মৃত্যুতে মিশেল ও আমি আপনাদের দুঃখ এবং বিষাদের অংশীদার। আমরা অন্তরের অন্তস্থল থেকে শোক প্রকাশ করছি। বাংলাদেশে একটি অধিকতর ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক ভবিষ্যত গড়ায় অঙ্গীকারবদ্ধ ছিলেন জুলহাজ। আর সে কাজেই তিনি নিজেকে উৎসর্গ করেছেন। প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, যারা জুলহাজকে চিনতেন এবং ভালোবাসতেন ও পরিবর্তনের আকাংখায় তার কাজ যাদের উজ্জীবিত করেছে- তাদের মাঝে জুলহাজের কীর্তি রয়ে যাবে। জুলহাজের সাহস, অন্যের জন্য সহানুভূতি চিরজাগরুক হয়ে থাকবে-এটুকু জেনে আপনারা সান্তনা খুজে পাবেন, চিঠিতে বলেছেন প্রেসিডেন্ট ওবামা।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।