অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়াসুকুনি সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ


বুধবার জাপানের কয়েক ডজন সংসদ সদস্য টোকিওর ইয়াসুকুনি সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন I এই সমাধিস্থলে দ্বিতীয় মহাযুদ্ধে নিহত যুদ্ধাপরাধীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়ে থাকে I দ্বিতীয় মহাযুদ্ধ অবসানের ৭৩তম বার্ষিকী উদযাপনের অংশস্বরূপ তাদের এই শ্রদ্ধা নিবেদন I প্রধানমন্ত্রী শিনজো আবে দৃশ্যতঃ পার্শ্ববর্তী দেশগুলিকে নাখোশ না করা জন্য অনুষ্ঠানে যোগ দেন নি ; তবে এক ধর্মীয় বার্তা পাঠান I

এই সমাধিস্থলটি চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, জাপানের জন্য,বহু দিন ধরে এক বাঁধা হয়ে রয়েছে, এই দেশগুলি দাবী করে যে, জাপান, যুদ্ধাপরাধীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকে I

XS
SM
MD
LG