পাঁচ মাস আটকে রাখার পর ইরাকে ইসলামিষ্ট ষ্টেট কমপক্ষে ২০০জন ইয়াজিদিসকে মুক্ত করেছে। কর্তৃপক্ষ জানায় শনিবার মুক্ত করা ঐ ইয়াজিদিসদের বেশীরভাগই বয়স্ক, অসুস্থ এবং শিশু।
একজন ইয়াজিদি প্রতিনিধি জানান দাইশ বা ইসলামিক ষ্টেটের কাছে তাদের ৩জন আটক থাকার কথা জানলেও মোট কতোজন আটক আছেন তা নিশ্চিত করে জানেন না তারা।
গত আগষ্টে ইসলামিক ষ্টেট যোদ্ধারা সিনজার পর্বতে আক্রমণ চালিয়ে প্রাচীন একেশ্বরবাদের ধারণা বা জোরোয়াষ্ট্রিয়ানপন্থী বহু আঞ্চলিক কুর্দী-ইয়াজিদিসদেরকে আটক করেন। তাদের ভয়ে অনেকে সিনজার ছেড়ে পালিয়ে যান।