ইয়েমেনে এক হুতি সরকারি কর্মকর্তার পিতার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিমান আক্রমণে ১৪০জনের বেশি মানুষ নিহত হয় আহত হয় ৫০০ বেশি মানুষ।
হুতি বিদ্রোহীরা, সৌদী নেতৃত্বে কোয়ালিশনকে দোষারোপ করছে ওই আক্রমণের জন্য। অসামরিক লোকজনের মৃত্যুর কারণে, সৌদী নেতৃত্বে কোয়ালিশনের উপর, আন্তর্জাতিক নজর ক্রমান্বয়ে বাড়ছে।
ঘটনাস্থল থেকে পাওয়া খবরে জানা গেছে যে জরুরী কর্মীরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহাবশেষ সংগ্রহ করছে। যে ভবনটিতে অন্তেষ্টিক্রিয়া হয় সেই ধ্বংস হয়ে যাওয়া ভবনটি ও তার বাইরে দেহাবশেষ ছড়িয়ে আছে।
বিমান হামলার পর যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসন বলেছে ইয়েমেনে সৌদী নেতৃত্বে কোয়ালিশনের প্রতি তাদের যে সমর্থন তার তাৎক্ষনিক মূল্যায়ন শুরু করা হবে।
হোয়াইট হাউস কর্মকর্তারা বলেছেন তারা এই ঘটনায় খুবই মর্মাহত।