অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে দুগ্ধজাত দ্রব্যের কারখানায় বিস্ফোরণ ঘটে ৩৫ ব্যক্তির মৃত্যু


ইয়েমেনের পশ্চিমাঞ্চলে, দুগ্ধজাত দ্রব্যের একট কারখানায় বিস্ফোরণ ঘটে কমসে কম ৩৫ ব্যক্তির মৃত্যু হয়েছে- তবে, এ বিস্ফোরণের জন্যে সৌদি নেতৃত্বাধীন বিমান বহরের হামলা না সরকার বিরোধী লড়াকুরা দায়ী তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে।

সরকারী কর্তাব্যক্তি এবং প্রত্যক্ষদর্শিদের বিবৃতি- বয়ান থেকে জানা যায়, ঐ কারাখানা যেখানটায় অবস্থিত সেই বন্দর শহর হোদেইদায় বুধবার ভোরে জোট বাহিনীর বিমান হামলা হয়েছিলো। অন্যেরা আবার বিদ্রোহি লড়াকুদের হামলা অভিযানের কথাও বলেছে।

মঙ্গলবার জাতিসংঘ বলে-এখন, এই যে সপ্তাহব্যাপি বিমান হামলা চলছে, তাতে প্রথম পাঁচ দিনের হামলায় প্রাণ হারিয়েছে অসামরিক জনগোষ্ঠীর ৯৩ ব্যক্তি- জখম হয়েছে ৩ শ’ ৬৪ জন।

গেলো সেপ্টেম্বরে রাজধানী সানা’র নিয়ন্ত্রণ কব্জা করে ইয়েমেনের মুল দক্ষিনী শহর আদেনে অগ্রাভিযান চালায় ইরানের মদতপুষ্ট যে হৌথি বিদ্রোহিরা, তাদের রুখতেই এ বোমা হামলা চালানো হচ্ছে।

XS
SM
MD
LG