জাতিসংঘ বলেছে ইয়েমেনী বিদ্রোহীরা এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত নির্বাসিত সরকারের মধ্যে শান্তি আলোচনা হবে ১৪ইজুন।
জাতিসংঘের এক মুখপাত্র শনিবার ওই তারিখ গোষণা করেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদী এবং শিয়া হুতি বিদ্রোহী যারা রাজধানী সানা নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে যে মতৈক্য হয়েছে, জাতিসংঘের মহাসচীব বান কি মুন তাকে স্বাগত জানিয়েছেন।