অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে সরকার ও সংগ্রামী এক জেনারেলের অনুগত দলের মধ্যে অস্ত্রবিরতি


ইয়েমেনে সরকার ও মতাদর্শ সংগ্রামী এক জেনারেলের অনুগত দলের সৈন্যদের মধ্যে অস্ত্রবিরতি হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে – রাজধানী সানা এবং দ্বিতীয় বৃহত্তম শহর তেয-এর লড়াইয়ের সময় ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। দু’তরফেই কর্মকর্তারা অস্ত্রবিরতির কথা নিশ্চিত করে জানিয়েছেন – তবে সানার হাসাবা মহল্লার বাসিন্দারা অস্ত্রবিরতি ঘোষণার পরেও লড়াইয়ের শব্দ শুনেছেন বলে বলছেন । এর আগে চিকিত্সা কর্মিরা বলেন – রাজধানী সানায় আরক্ষা বাহিনীর লোকেরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় – আর তাতে কম হলেও দু’জনের মৃত্যু হয় । চিকিত্সা কর্মিরা বলছেন – প্রেসিডেন্ট আলি আব্দুল্লা সালের অনুগত বাহিনীর সৈন্যদের হাতে কম হলেও ৪০ ব্যক্তি জখম হয়েছে মঙ্গলবারে ।

সোমবার মি: সালেহ জানান – জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবে তাঁকে পদত্যাগ করতে অনুরোধ জানানো হয়েছে, তাকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং তিনি একটা রফায় পৌঁছুনোর জন্য আলোচনায় বসতে তৈরি রয়েছেন । উপসাগরীয় সহযোগীতা পরিষদের এক প্রস্তাবে বলা হয় – মি:সালেহ ৩০ দিনের মধ্যে তাঁর কোনো সহকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করলে তাঁকে বিচারের হাত থেকে অব্যাহতির সুযোগ দেওয়ার বন্দোবস্ত করা হবে । মি: সালেহ তিনবার ঐ প্রস্তাবে সই করতে অসম্মতি জানিয়ে বলেছেন সর্বপ্রথম ঐ কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করার উপযোগী আন্তর্জাতিক গ্যারান্টী দেখতে চান তিনি ।

XS
SM
MD
LG