অ্যাকসেসিবিলিটি লিংক

সানায় ইয়েমেনী বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই


ইয়েমেনের সরকার এবং হুথি বিদ্রোহীরা অস্ত্রবিরতি ঘোষণা করেছে। যদিও এখন রাজধানী সানায় লড়াই অব্যাহত আছে।

সোমবার হুথি বিদ্রোহীরা প্রেসিডেণ্ট প্রাসাদ ত্যাগ করার সময় প্রধান মন্ত্রীর গাড়িবহরে হামলা করলে লড়াই শুরু হয়। ঐ হামলায় প্রধানমন্ত্রী আঘাত পাননি।

প্রত্যক্ষদর্শীরা বলছে, এর পরপরই ভারী গোলাগুলি এবং বিস্ফোরণ শুরু হয়। অসামরিক জনগণ এলাকা ছেড়ে পালাতে থাকে। কর্মকর্তারা বলছেন, অন্তত ৩জন মারা গেছে। বিদ্রোহীরা রাষ্ট্রীয় মাধ্যম ভবনের দখল নিতে পেরেছে কিনা সে বিষয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে।

হুথি বাহিনী ইয়েমেনের যায়িদি শিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের দাবী জানিয়ে আসছে। সেপ্টেম্বরে তারা রাজধানীর ওপর চড়াও হয় এবং পরে নতুন সরকারের দাবীতে একটি চুক্তি সই করে।

XS
SM
MD
LG