অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে দুই কোটি জনগণ ক্ষুধা-দারিদ্রের মুখোমুখি


বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, ইয়েমেনের হোদেইদা বন্দরে বাণিজ্যিক ভিত্তিতে আশা খাদ্য সামগ্রীর চালান ব্যাহত হলে কোটি কোটি লোক ক্ষুধা-দারিদ্রের কবলে পড়বেন I নভেম্বরের মাঝামাঝি থেকে ইয়েমেনের এই উল্লেখযোগ্য হোদেইদা বন্দরের আসে-পাশে সৌদি পরিচালিত কোয়ালিশন বাহিনী হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে Iহামলা এবং পাল্টা হামলার কারণে এই বন্দরে আসা শিপিং কোম্পানিগুলি ঝুঁকির কারণে জাহাজ চলাচল প্রায় অর্ধেক পরিমান হ্রাস করেছে I

হোদেইদা বন্দরের মাধ্যমেই দেশটির ৭০ শতাংশ খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করা হয়ে থাকে I

XS
SM
MD
LG