অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনাভাইরাস আক্রান্তদের দিকে মনোযোগ দেয়া দরকার


জাতিসংঘ বৃহস্পতিবার সতর্ক করেছে যে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনাভাইরাস আক্রান্তদের দিকে মনোযোগ ও সংস্থান করা দরকার। এবং এই কারণে দেশব্যাপী যুদ্ধবিরতি আরও জরুরি ভিত্তিতে প্রয়োজন।

বৃহস্পতিবার জাতিসংঘে ইয়েমেনের রাষ্ট্রদূত মার্টিন গ্রিফিথস নিরাপত্তা কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে বলেন, "ইয়েমেন একই সাথে দুটি লড়াইয়ের মুখোমুখি হতে পারে না:যুদ্ধ এবং মহামারী।"

গ্রিফিথস বলেন যে ইয়েমেনের সরকার এবং হাউথি বিদ্রোহীরা ও তাদের সমর্থনকারীরা উভয়েই এটি বুঝতে পেরেছে।

গ্রিফিথস বলেন, "দু'পক্ষের জন্য বন্দুকযুদ্ধ বন্ধ করার জন্য এবং শান্তিপূর্ণ, রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য এর চাইতে সময়োচিত মুহূর্ত আর হতে পারে না।" তিনি আরও বলেন যে তিনি আশা করছেন যে দলগুলি "যুদ্ধবিরতি" সম্পর্কিত প্রস্তাবগুলি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে, পাশাপাশি ভবিষ্যতে মানবিক ও অর্থনৈতিক চুক্তিও করবে।

XS
SM
MD
LG