নোবেল বিজয়ী ও সোশ্যাল বিজনেস এর রূপকার প্রফেসর মুহাম্মদ ইউনূস মনে করেন প্রত্যেক মানুষের ভিতরে জাদুকরী ক্ষমতা রয়েছে। অফুরান শক্তির অধিকারী একজন মানুষ সত্যিকার অর্থে একজন জাদুকর। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দু'দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ইউনূস বলেন, এই মুহূর্তে দুনিয়া এক চরম বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে। তার আশঙ্কা এই শতাব্দীর বাইরে মানব জাতির বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর ভিডিও বার্তা প্রচারের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
৫৯ টি দেশের ১৪৮০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশ ছাড়া জাপান থেকে সবচেয়ে বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। ইউনূস বলেন, বিশ্বের সামনে এখন তো অনেক চ্যালেঞ্জ।