অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনার প্রতি কোন প্রতিহিংসা প্রবন আচরণ করা হবেনা- খালেদা জিয়া


বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবার বলেছেন তিনি প্রতিহিংসায় নয়, ক্ষমায় বিশ্বাস করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে দেয়া চতুর্থ দিনের বক্তব্যে বেগম জিয়া বলেন তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসামূলক ও বৈরি আচরণ সত্ত্বেও তিনি তাঁকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন শেখ হাসিনার প্রতি কোন প্রতিহিংসাপ্রবন আচরণ তাঁর পক্ষ থকে করা হবেনা।

সব প্রভাবের ঊর্ধ্বে থেকে বিবেকশাসিত হয়ে রায় দিতে বিচারকের প্রতি অনুরোধ জানিয়েছেন খালেদা জিয়া। তবে শাসক মহলের ইচ্ছে অনুযায়ী কোনো একটি মামলায় রায় দেয়া হতে পারে আদালতে দেয়া বক্তব্যে বেগম জিয়া এমন আশঙ্কা প্রকাশ করেন।

২০০৮ সালে তেশরা জুলাই ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করে। বেগম জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ বিএনপির ৬ নেতাকে ওই মামলায় আসামি করা হয়।

XS
SM
MD
LG