অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ২০ শতাংশই রাজধানী ঢাকায় ঘটছে


বাংলাদেশে সংঘটিত মোট সড়ক দুর্ঘটনার ২০ শতাংশই রাজধানী ঢাকায় ঘটছে বলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের এক জরিপে উঠে এসেছে।

ওই জরীপে আরও যে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে তা হচ্ছে সারাদেশের শহরাঞ্চলে সংঘঠিত মোট সড়ক দুর্ঘটনার ৭৪ শতাংশই ঘটে ঢাকায়। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ঢাকা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে উল্লেখ করে ইন্সটিটিউটের তরফে বলা হয়েছে যানজটের শহর ঢাকায় একটু সুযোগ পেলেই চালকরা বেপরোয়া গাড়ী চালান এবং তখনই দুর্ঘটনা ঘটে।

নিরাপদ সড়কের জন্য নিরাপদ চালক তৈরি ছাড়াও ঢাকা শহরে যানবাহন চলাচলকে সুশৃঙ্খলা করার জন্য একটি নির্ভরযোগ্য সিগনাল ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে ইন্সটিটিউট। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানো এবং পথচারীদের ফুট ওভারব্রিজ ও ফুটপাত ব্যাবহারে উধবুদ্ধ করেতে হবে। ঊল্লেখ্য, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর গড়ে অন্তত ৬ হাজার মানুষ প্রাণ হারান।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG