অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ধনী-গরিবের সম্পদ বৈষম্য বেড়েছে


বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে চললেও ধনী এবং গরিবের মধ্যে আয়ের বৈষম্য কমেনি বলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা বলা হয়েছে।

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, প্রবৃদ্ধির ‘গুণগত মানের অভাবে ধনী-গরিবের সম্পদ বৈষম্য আরও বেড়েছে এবং কমেছে দারিদ্র্য হ্রাসের হার। ২০১৭ সালকে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা ও ব্যাংক খাতে কেলেঙ্কারির বছর হিসেবে আখ্যায়িত করে সংস্থাটির পক্ষ থেকে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে রক্ষণশীল রাখার পরামর্শ দেয়া হয়েছে।

সরকারি-বেসরকারি অনেক ব্যাংকের আর্থিক অবস্থা এখনও নাজুক বলে উল্লেখ করে সিপিডি বলেছে ব্যবস্থাপনায় মালিকদের অযাচিত হস্তক্ষেপ ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণের হার। খাদ্য আমদানির কারণে এ বছর সরকারের বাড়তি ৭শ থেকে ১১শ কোটি টাকা লাগতে পারে এবং খাদ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ খাতে বাজেট বাড়াতে হবে বলে মনে করছে সিপিডি।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG