অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও দেশটির সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন অব্যাহত আছে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও দেশটির সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন অব্যাহত আছে।

রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগান ওর্তাগাস এক বিবৃতিতে এমন মন্তব্য করে এ অবস্থায় রোহিঙ্গা সঙ্কট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই সুপারিশে মিয়ানমার ও রাখাইনের সকল মানুষের সমস্যার সমাধানের পথ রয়েছে বলে বিবৃতিতে বলা হয় রোহিঙ্গা সংকট সমাধানের জন্য এটাই সবচেয়ে উত্তম পথ। এতে বলা হয় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে

মিয়ানমার সরকারকে উৎসাহিত করতে আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র অব্যাহত ভাবে কাজ করছে, যাতে শরণার্থীরা তাদের মূল বাসস্থানে অথবা তাদের পছন্দমতো স্থানে স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে টেকসই ভাবে ফিরে যেতে পারেন।

বিবৃতিতে বলা হয়েছে জবাবদিহিতা না থাকায় ৭০ বছর আগে থেকেই মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনসহ অন্যান্য রাজ্যে নির্যাতন অব্যাহত রেখেছে ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG