অ্যাকসেসিবিলিটি লিংক

জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবি বিএনপির


জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবী জানিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠক থেকে এ দাবি জানানো হয়।

সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার করে বিনিয়োগের যে অভিযোগ এনেছেন, তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন বৈঠকে অংশ নেয়া নেতারা। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দা্বী জানিয়ে বলা হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক থেকে বুধবার রংপুর মহানগর ছাড়া সারা দেশে বিদ্যুৎসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সম্পদ রয়েছে বলে বক্তব্য দেন। পরের দিন বিএনপির পক্ষ থেকে এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ না করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG