অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের আদালতে এই মামলার ফলে মিয়ানমারের ওপর প্রচণ্ড আন্তর্জাতিক চাপ তৈরী হবে: আহমেদ জিয়াউদ্দীন



দি হেগ শহরে জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে গাম্বিয়ার আইনমন্ত্রী মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। তাদের আইনজীবীরা আদালতে মিয়ানমারের রোহিঙ্গারা নারী-পুরুষ এবং শিশুদের ওপর চালানো ভয়াবহ হত্যাকাণ্ডের বর্ণনা দেন। মিয়ানমারের নেত্রী অং সান সূচিকে আদালতে আপাতঃদৃষ্টে নির্বিকার বসে থাকতে দেখা যায়। এই মামলার তাৎপর্য কি? এর মাধ্যমে রোহিঙ্গারা কি সুবিচার পাবে? এসব নিয়ে ভয়েস অফ আমেরিকা কথা বলেছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দীনের সাথে। তার মতে এই মামলার ফলে মিয়ানমারের ওপর প্রচণ্ড আন্তর্জাতিক চাপ তৈরী হবে।

আহমেদ জিয়াউদ্দীনের সাক্ষাৎকার নিয়েছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।

XS
SM
MD
LG