অ্যাকসেসিবিলিটি লিংক

রাজস্থানের জয়পুর শহরে ২২ জনের রক্তে জিকা ভাইরাস


ZIKA virus
ZIKA virus

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজস্থানের জয়পুর শহরে ২২ জনের রক্তে পাওয়া গিয়েছে জিকা ভাইরাস৷ আক্রান্তদের মধ্যে একজন বিহারের সিওয়ান জেলার বাসিন্দা৷ ইতিমধ্যেই রাজস্থানের ৩৮টি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷

এই ভাইরাসের হামলায় সতর্কবার্তা জারি করা হয়েছে রাজস্থান ও রাজধানী দিল্লিতেও৷ গোটা বিষয়ে রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রসঙ্গত বলা যেতে পারে পড়াশোনার জন্য বেশ কিছুদিন ধরে জয়পুরেই ছিলেন জিকা ভাইরাসে আক্রান্ত সিওয়ানের ওই পড়ুয়া৷ কয়েকদিন আগেই বাহারের বাড়ি থেকে শহরে ফিরেছেন তারা৷ ফলে আপাতত তাদের পরিবারের লোকজনদের উপরও নজর রাখছে প্রশাসন৷ সংক্রমিত ব্যক্তির থেকে অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে এই ভাইরাস৷ বিপজ্জনক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে রাজস্থান সরকারকে সাহায্য করবে সাত সদস্যের একটি বিশেষ কেন্দ্রীয় দল৷ জিকার মোকাবিলায় ইতিমধ্যেই ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’-এ একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে৷ মশাবাহিত এই ভাইরাসটি সন্তানসম্ভবা মহিলাদের জন্য প্রবল আতঙ্কের কারণ৷ এর আক্রমণে প্রাণ যেতে পারে গর্ভস্থ সন্তানের৷ এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ৮২টি দেশে হানা দিয়েছে মারণ জিকা৷ উল্লেখ করা যেতে পারে ২০১৬ সালে ব্রাজিলে মহামারী রূপে দেখা দেয় এই মারণ রোগ৷ চিকিৎসকদের আবেদন, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ তবে জ্বর এলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন৷

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG