নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি’র ৫ জন সদস্যকে মৃত্যুদন্ড

গত দুই বছর সময়কালে ইসলামী জঙ্গীদের হাতে বাংলাদেশে ১৯ জন বিদেশী নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে এই প্রথম ২০১৫ সালে রংপুরে নিহত জাপানী নাগরিক কোনিও হোশি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আর এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি’র ৫ জন সদস্যকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসীন। বিশ্লেষকরা বলছেন, দেশের ভাবমূর্তিসহ সামগ্রিক স্বার্থেই অবিলম্বে মামলাগুলোর নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

এ সম্পর্কে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (সন্ত্রাস বিষয়ে বিশ্লেষণ)