সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র আজ ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন। নিয়ম ভঙ্গ করে কমিশনের ২৭ বছরের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতির বদলে একজন প্রাক্তন বিচারপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন করা হলো। বিরোধী দলগুলোর মতে, অরুণ মিশ্র একটি বিতর্কিত মন্তব্যের পুরস্কার হিসেবে এই পদ পেয়েছেন।
Your browser doesn’t support HTML5
প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত
গত বছর এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, মোদি এমনই এক নেতা, যিনি চিন্তাভাবনা করেন সারা বিশ্বের নিরিখে এবং তাকে কাজে পরিণত করেন স্থানীয় ভিত্তিতে। উল্লেখ্য, মানবাধিকার কমিশনের প্রধানকে বাছাই করার জন্য গঠিত কমিটির পাঁচজনের মধ্যে চারজনই বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন, প্রমুখ। একমাত্র কংগ্রেস ও সংসদে বিরোধী নেতা মল্লিকার্জুন খর্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্রের এই নিয়োগে প্রতিবাদ জানিয়ে বাছাই প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘন হয় সাধারণত দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে। তা হলে তাদের মধ্যে থেকে কাউকে এই পদ দেওয়া হলো না কেন!