চক্রান্ত করে তাঁকে সরানোর চেষ্টা করছেন অমিত শাহ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ নির্বাচনে জিততে পারবেন না বুঝে মরিয়া হয়ে তাঁকে খুনের চক্রান্ত করছেন। আজ ভাঙা পায়ে প্লাস্টার নিয়ে বাঁকুড়ার তিনটি জনসভায় ভাষণ দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, অমিত শাহ্ নিজের চোখে দেখছেন, তাঁদের জনসভায় লোক আসছে না। মানুষের সমর্থন পেতে ব্যর্থ হয়ে তাঁরা হতাশ হয়ে পড়েছেন এবং নির্বাচন কমিশনকেও তাঁদের হয়ে কাজ করতে বাধ্য করছেন। কিন্তু আমাকে খুন করলে কি বিজেপি ক্ষমতায় আসবে? ওরা আমার নিরাপত্তা উপদেষ্টা প্রধান বিবেক সহায়কে বদলি করে দিয়েছে।

Your browser doesn’t support HTML5

চক্রান্ত করে তাঁকে সরানোর চেষ্টা করছেন অমিত শাহ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের


নন্দীগ্রামে আমার পা ভেঙে যাওয়ার পর শাস্তি দেওয়া হলো বিবেককে, যিনি আমাকে এতদিন নিরাপত্তা দিয়ে এসেছেন। এতে মনে হচ্ছে আমাকে যেনতেনভাবে সরানোর একটা চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের মাথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল অমিত শাহের সভায় লোক হয়নি, আজকে জেপি নাড্ডা, রাজনাথের সভায়ও লোক হচ্ছে না।‌ আর আমাদের সভায় দেখুন কত লোক এসেছেন! ভোটের বাক্সে আপনাদের সমর্থন প্রতিফলিত হবে এটাই ধরে নেব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অভিযোগের কোনও উত্তর এখনও বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়নি।