অ্যাপেল প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠাতা স্টিভ জব্স আর নেই

Một em bé trượt nước trong một ống trong suốt tại một hồ bơi ngoài trời tại Mainz, Đức.

অ্যাপেল প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠাতা স্টিভ জব্স বুধবার ৫৬ বছর বয়সে মারা যান।

তিনি যে সব বৈদ্যতিন যন্ত্রপাতি নির্মান করেন তা বিশ্বব্যাপী কম্পিউটার শিল্প, মোবাইল ফোন আর সঙ্গীত জগতে অসাধারণ পরিবর্তন আনে।

২০০৩ সাল থেকে জব্স অগ্ন্যাশয়ে ক্যান্সারে ভুগেছেন। ২০০৯ সালে তার যকৃত প্রতিস্থাপন করা হয়। তিনি ক্যালিফরনিয়ায় মারা যান।