সুদিন আবারো ফিরে আসবে-জো বাইডেন 

করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রে বিস্তার লাভের এক বছর পূর্তিতে, প্রেসিডেন্ট জো বাইডেন, ৫ লক্ষের অধিক জনগণের জীবনাবসানে ব্যথিত হৃদয়ে, আশা ব্যক্ত করে বলেন, আমরা সুদিন আবারো ফিরে পাবোI
হোয়াইট হাউস থেকে ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে, যুক্তরাষ্ট্রের শাসিত অঞ্চলে এবং উপজাতীয় সরকারের কাছে টিকা সহজলভ্য হয়ে উঠবেI

তিনি বলেন, এ বারের স্বাধীনতা দিবসে তিনি ছোট ছোট সমাবেশ আশা করছেন, লোকজন সীমিত আকারে সমবেত হবেন, ব্যাকয়ার্ড জমে উঠবে, রানা-বান্না হবে, আনন্দময় হবে সেই পরিবেশI তিনি টিকা কর্মসূচিতে সহায়তা দেবার জন্য আরো ৪০০০ সেনা মোতায়েনের কথা জানানI

তবে কিছু কিছু রাজ্যে বেপরোয়াভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়ায়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো সংক্রমণ বৃদ্ধির আশংকা করছেনI