বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ হাই কোর্টে সরাসরি খারিজ

সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা রিট আবেদনটি সোমবার হাই কোর্ট সরাসরি খারিজ করে দেয়ার পর ইসলামই বাংলাদেশের রাষ্ট্রধর্ম থাকছে। সোমবার রিট আবেদনটি হাইকোর্টের ৩ সদস্যের বর্ধিত বেঞ্চে উত্থাপিত হলে আদালত এক আদেশে রিট আবেদনকারীদের এ ধরনের রিট করার অধিকার না থাকায় আবেদনটি খারিজ করে দেয় । রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্যখ্যা প্রদান করেন। তবে আবেদনকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন রায়ের পূর্ণ বিবরণ পাওয়ার পর সুপ্রিম কোর্টে আপীল করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে । উল্লেখ্য, ১৯৮৮ সালে তদানীন্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়া হয় । তবে রাষ্ট্রধর্মের ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন । তাঁদের মধ্যে ১০ জন মারা গেছেন। এদিকে, রাষ্ট্র ধর্ম বহাল রাখার দাবিতে সোমবার দেশব্যাপী হরতাল পালন করছে জামায়াত-ই-ইসলামী।জহুরুল আলমের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

alam