বাংলাদেশে ২০১৭ সালে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৫ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন নিরাপদ সড়ক চাই।
সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে এসকল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ২৭ শতাংশ বেড়েছে। ওই পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৩৯৭ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ৭৩৬ জন, রেলপথে নিহত হয়েছেন ২০১ জন এবং আহত ১১৭ জন ও নৌপথে ৪৭ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানান হয়েছে গত বছর বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে বড় বড় শহর এবং মহাসড়ক সমূহে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট