বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ

গত ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ হয়েছে বলে সরকারের তরফে জানান হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রবৃদ্ধির এ চূড়ান্ত হিসাব দিয়েছে। দেশের অর্থনীতির ইতিহাসে এই প্রথম এত উচ্চমাত্রায় প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হল।

তিনি বলেন, দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন ১৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমানে জিডিপির আকার ২৪ হাজার ৯৬৮ কোটি ডলার। তিনি বলেন, বাংলাদেশ, ইথিওপিয়া ও কম্বোডিয়া—শুধু এই তিনটি দেশেই পরপর দুই বছর জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হয়েছে।

তিনি মনে করেন, জিডিপি'র প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়ানোর পেছনে দেশের কৃষক, শ্রমিক, বেসরকারি খাতসহ সবার অবদান আছে। উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাণ ছিল ৭.১১ শতাংশ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।