কার্টুন এঁকে বিশ্ব কাঁপানো মোর্শেদ মিশু ফোর্বসের সেরা উদ্যোক্তা তালিকায়

Your browser doesn’t support HTML5

তরুণ কার্টুনিস্ট মোর্শেদ মিশু। পুরো নাম আবদুল্লাহ আল মোরশেদ। শখ ও ভাললাগা থেকেই কার্টুন এর বিভিন্ন চরিত্রের সাথে জড়িয়ে আছে তার যাপিত জীবন। সুযোগ পেলেই তিনি তার দুনিয়ায় নিরবে কার্টুন আকতেন। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো সাম্প্রতিক পৃথিবীর নানান যুদ্ধ-বিগ্রহ, সংঘাত এর নির্মমতার সাক্ষী বেশ কিছু ছবি আহত করত তার কোমল হৃদয়কে। একদিন তিনি তার ভীন্নধর্মী চেতনাকে নিয়ে ঘুরে দাড়ালেন। বিশ্বের বিভিন্ন মিডিয়াগুলির যে ছবিগুলিতে এতদিন কষ্ট, নির্যাতন, হাহাকার লেগেছিল সেগুলিকে তিনি দিলেন সুখ ,আনন্দের ছোয়া। ‘গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ শিরোনামে একটি সিরিজটি আঁকতে শুরু করলেন তিনি। খুব দ্রুত বাংলাদেশসহ পৃথিবীর ২৬টি দেশে সেই কার্টুন ছড়িয়ে গেল। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর এশিয়ার ৩০ অনূর্ধ্ব ৩০ (থার্টি আন্ডার থার্টি) তালিকায় চলে এল মোর্শেদ মিশু’র নাম।