বিশ্বকাপ ক্রিকেটে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার বিকেলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ছয় উইকেটে ৩৮৬ রান করে।
জয়ের লক্ষ্যে লেখতে নেমে বাংলাদেশ ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৮০ রান করে। তবে এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ড ১০৬ রানের বিশাল জয় পেয়েছে। খেলার বিশ্লেষন জানতে আমরা কার্ডিফ থেকে সংযুক্ত করেছিলাম যমুনা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক সালাহউদ্দীন সুমনকে।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সহজ জয়
দিনের অপর খেলায় আফগানিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। টন্টনে টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। তারা দুর্দান্ত বোলিংয়ে ৪১.১ ওভারে ১৭২ রানে অলআউট করে আফগানিস্তানকে। এরপর নিউজিল্যান্ড ৩২.১ ওভারে ৩ উইকেটে ১৭৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।