বাংলাদেশ সরকার মাদক উৎপাদন, বিপণন এবং সেবনের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেছে

বাংলাদেশে মাদকের ব্যাবহার ক্রমাগত ভাবে বাড়তে থাকায় তা রোধে আইনশৃঙ্খলা বাহিনী গত কয়েকমাস যাবতমাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে।

এর ফলে মাদকের ব্যাপকতা কমলেও তা এখনও বন্ধ করা সম্ভব হয় নাই। বিশেষজ্ঞরা বলে আসছেন মাদক বিরোধী কঠোর আইন না থাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হচ্ছেনা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে ৭০ লাখ মাদক সেবী রয়েছেন যাদের মধ্যে ৫০ লাখ লোকই ইয়াবা নামের সর্বগ্রাসী মাদকে আসক্ত। সোমবার সরকার মাদক উৎপাদন, বিপণন এবং সেবনের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজার ব্যবস্থা রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে ।

এ ধরনের আইন মাদক নিয়ন্ত্রনে কতটা ভূমিকা রাখতে পারবে এমন এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ব বিদ্যালয়য়ের ক্রিমিনলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন বিভিন্ন মহল থেকে এ ধরনের একটি আইন প্রণয়নের তাগিদ ছিল যা পূরণ হতে চলেছে। তিনি বলেন দেশ থেকে মাদক নির্মূল করতে হলে সরকারের সাথে সাথে সকল স্তরেরে মানুষকে আন্তরিকতার সাথে এগিয়ে আস্তে হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট