আজ বাংলাদেশের ১১তম জাতীয় সংসদের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন শেষে কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের মানুষজন দের মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাক্তন সাংবাদিক সুনীল মুখোপাধ্যায় ,কবি বীরেশ ঘটক এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রাক্তন আধিকারিক সুনিতা মুখোপাধ্যায় এনারা প্রত্যেকেই তারা তাদের আলাদা আলাদা করে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের প্রত্যেকের বক্তব্য উঠে এসেছে ভারত বাংলাদেশের সম্পর্ক যেন সুনিবিড় থাকে আগামী দিনগুলোর জন্য।তার মধ্য থেকেও কবি বীরেশ ঘটক বলতে চেয়েছেন সরাসরি ভাবেই তিনি আওয়ামী লীগকেই সমর্থন করছেন।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট