সরকারি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সোমবার এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আয়োজিত গণ শুনানিতে পাইকারি পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। তবে দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের পক্ষে পিডিবি যে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে তাতে ঘাটতি আছে বলে মনে করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম। জনস্বার্থের কথা বিবেচনা করে বিদ্যুতের দাম বাড়ানো যাবে কি না, সে বিষয়ে কমিশনকে ভেবে দেখার অনুরোধ জানান তিনি।
গণ শুনানি চলাকালে বিইআরসি ভবনের নিচে বিক্ষোভ করেছে কয়েকটি বাম দল। তাদের যুক্তি, ঠিকঠাক হিসাব করলে বিদ্যুতের দাম তো বাড়বেই না, উল্টো কমানো উচিত।আইন অনুযায়ী গণ শুনানির ৯০ দিনের মধ্যে দাম বাড়ানের ঘোষণা দেবে বিইআরসি।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট