যুক্তরাষ্ট্রের ব্লুগ্রাস সঙ্গীতের জলসা আজও বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় এবং পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়েছে

ব্লুগ্রাস সঙ্গীতানুষ্ঠান

আজও যুক্তরাষ্ট্রের বহু এলাকায় ব্লুগ্রাস সঙ্গীতের জমজমাট আসর বসে এবং পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়েছে । ফ্লোরিডার একটি পল্লী এলাকায় ব্লুগ্রাস সঙ্গীতের একটি অনুষ্ঠান বসে মাসে দুবার করে । এই জলসা সবচেয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে । আয়ারল্যান্ডের কেল্টিক অভিবাসীরা সেই ১৭০০ সালে যুক্তরাষ্ট্রের এ্যাপালেচিয়ান পার্বত্য এলাকায় বসতি করতে এসেছিল । তারাই আমেরিকার ঐতহ্যবাহী সঙ্গীতের সঙ্গে সংমিশ্রন ঘটিয়ে প্রবর্তন করল ব্লুগ্রাস সঙ্গীত । বলা হয় তিরিশের দশকের সঙ্গীত শিল্পী বিল মনরো এই সঙ্গীতের জনক । তাঁর একটি ব্যান্ড ছিল ব্লুগ্রাস বয়েজ নামে এবং ঐ দলের নামানুসারেই এই সঙ্গীতের নামকরণ বলে বিশ্বাস ।