দুই সপ্তাহ পর্যটক নিষিদ্ধ কক্সবাজারে

কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটক শূন্য। এপ্রিলের প্রথম দুই সপ্তাহ নিষিদ্ধ করা হয়েছে ভ্রমণ।গত বছর এমন সময় থেকে দীর্ঘ ৫ মাস লকডাউন ছিল কক্সবাজার। পরিস্থিতি কিছুটা উন্নতি দেখে উন্মুক্ত করে দেয়ার পর পর্যটকের ঢল নামে সমুদ্র সৈকতে। সম্প্রতি আবারও সংক্রমণ বেড়ে গেলে শুরু হয় স্বাস্থ্যবিধি পালনে কড়াকড়ি। কিন্তু স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করা যাচ্ছিল না পর্যটন কেন্দ্রগুলোতে।

Your browser doesn’t support HTML5

দুই সপ্তাহ পর্যটক নিষিদ্ধ কক্সবাজারে

কক্সবাজারেও এখন সংক্রমণের হার অপেক্ষাকৃত বেশি। তার উপর পর্যটকের ভিড় বাড়িয়ে দিচ্ছিল সংক্রমণের গতি। অবশেষে করোনার লাগাম ধরতে বন্ধ করে দেয়া হয় সমুদ্র সৈকত সহ সবগুলো পর্যটন কেন্দ্র।

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান জানিয়েছেন, করোনা সংক্রমণ বাড়তে থাকলে বাড়ানো হতে পারে আরও বিধি নিষেধ।