ভ্যাকসিনের প্যাটেন্ট মওকুফের প্রতি সমর্থন জানানোয় বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ড. ইউনুস

করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্যাটেন্ট মওকুফের প্রতি সমর্থন জানানোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, ভ্যাকসিনের মেধাস্বত্ত্ব মওকুফ বা প্যাটেন্ট বাতিল মানবতার স্বার্থে একটি সাহসী উদ্যোগ। এর আগে অধ্যাপক ইউনূসসহ বিভিন্ন রাষ্ট্রের সাবেক সরকার প্রধান ও নোবেলজয়ী ব্যক্তিরা বাইডেনের প্রতি ভ্যাকসিনের প্যাটেন্ট বাতিলের আহবান জানিয়েছিলেন। করোনা মহামারি থেকে বিশ্বের সকল দেশকে একসঙ্গে বের করে নিয়ে আসতে এই আহ্বান জানানো হয়। ভ্যাকসিনের প্যাটেন্ট বাতিল হলে যে কোনও দেশ এই ভ্যাকসিন উৎপাদন করে মহামারি মোকাবেলা করতে সক্ষম হবে। মুহাম্মদ ইউনুস তার ফেসবুক স্ট্যাটাসে আশা প্রকাশ করেছেন যে পৃথিবীর অন্যান্য নেতারাও এই প্রস্তাবনার সাথে অতি দ্রুত যুক্ত হবেন এবং পৃথিবীর অগণিত মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেবেন।

Your browser doesn’t support HTML5

ভ্যাকসিনের প্যাটেন্ট মওকুফের প্রতি সমর্থন জানানোয় বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ড. ইউনুস

ভয়েস অফ অ্যামেরিকার তরফে বাংলাদেশের বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনাজির আহমেদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্যাটেন্ট মওকুফের প্রতি সমর্থন জানানোর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একে সাধুবাদ জানান। উল্লেখ্য, বুধবার বিশ্বের দরিদ্র দেশগুলো যাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পায় তার জন্য এর প্যাটেন্ট সাময়িক ভাবে প্রত্যাহারের প্রস্তাবে সমর্থন দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সমর্থন যদি কার্যকর হয় তাহলে বিশ্বের বিভিন্ন স্থানে উৎপাদন করা যাবে করোনা ভ্যাকসিন। তবে বাইডেনের এমন সমর্থনের কারণে ওষুধ কোম্পানিগুলো ক্ষোভ প্রকাশ করেছে।