সরকারি তহবিল থেকে অনুদান দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ

কলকাতা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারোয়ারি দুর্গাপুজোর জন্য সরকারি তহবিল থেকে আঠাশ কোটি টাকা দেওয়ার যে ঘোষণা করেছিলেন, শুক্রবার কলকাতা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে।

গত ১০ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রাজ্যের ২৮ হাজার দুর্গাপূজা কমিটির প্রতিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। এর মধ্যে আছে জেলাগুলোর ২৫ হাজার পুজো আর কলকাতার পুজো ৩ হাজার। তিনি নিজেই বলেন, অংকটা কিন্তু কম নয়, ২৮ কোটি টাকা লাগবে এর জন্য। সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় ওঠে, যে সরকার সদাই অর্থকষ্টে রয়েছে, সে কেমন করে জনগণের টাকা এভাবে নয়ছয় করে, এই প্রশ্ন তুলে বিক্ষুব্ধরা হাইকোর্টে মামলা করেন। তার প্রাথমিক শুনানির পর আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই পূজা অনুদানে স্থগিতাদেশ জারি করে। হাইকোর্ট বলেছে, করদাতাদের টাকা কাদের দেওয়া হবে, কেন, জনগণের তা জানার অধিকার আছে। শুধু কি দুর্গাপুজোয়, নাকি অন্যান্য উৎসবেও এভাবে টাকা দেওয়া হয়? রাজ্য সরকারকে আগামী মঙ্গলবার এই সব প্রশ্নের উত্তর দিতে হবে হলফনামা দিয়ে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

সরকারি তহবিল থেকে অনুদান দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ