বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় চারটি নিষিদ্ধ ঘোষিত বাম চরমপন্থি দলের ছয় শতাধিক সদস্য তাদের অস্ত্র জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার বিকেলে পাবনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ওই অঞ্চলের ১৫ টি জেলার এসকল চরমপন্থিরা স্বাভাবিক জীবনে ফেরার জন্য আত্মসমর্পণ করেন । এসময় প্রায় ১০০টি আগ্নেয়াস্ত্র জমা দেন তারা। কর্মকর্তারা জানিয়েছেন আত্মসমর্পণকারীদের অনেকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাধারণ মানুষকে হত্যা এবং চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আত্মসমর্পণকারীদের এসকল মামালা আইনগত ভাবে মোকাবেলার জন্য আইনি সহায়তা দেয়া হবে এবং সামাজিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যে চারটি চরমপন্থি দলের সদস্যরা আত্মসমর্পণ করেছেন সেগুলো হচ্ছে পূর্ববাংলার সর্বহারা পার্টি, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা, নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটি।
ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
Your browser doesn’t support HTML5
আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছে চরমপন্থি দলের সদস্যরা